জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের শুরুটা হয়েছিল আনুমানিক ৭৭৬ খ্রিস্টপূর্বে, গ্রিসে। এর বহু বহু বছর পর, ১৮৯৬ সালে একই শহরে শুরু হয় আধুনিক অলিম্পিকের পথচলা। সেই থেকে বহু দেশের বহু শহরে বর্ণাঢ্যভাবে আয়োজিত হয়ে আসছে এই অলিম্পিক। তবে ১৯৬৪ সালের আগ অব্দি সেই তালিকায় ছিল না এশিয়ার কোনো দেশ। ১৯৬৪ সালের আজকের এই দিনে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয় এশিয়ায় আয়োজিত প্রথম অলিম্পিক আসর।
‘টোকিও ১৯৬৪’ শীর্ষক সেই আসর স্থানীয়ভাবে ‘গেমস অব দ্য XVIII অলিম্পিয়াড’ নামে পরিচিত। অক্টোবরের ১০ তারিখে শুরু হওয়া এই আসর চলে ২৪ অক্টোবর পর্যন্ত। ৯৩ টি দেশ থেকে আসা মোট ৫১৩৭ জন ক্রীড়াবিদ সেবার ১৯ টি খেলায় অংশ নেন। গ্রীষ্মকালীন এই অলিম্পিক আসরে ৩৬টি স্বর্ণ পেয়ে প্রথম স্থান অধিকার করে যুক্তরাষ্ট্র। এরপরেই ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং তৃতীয় স্থানে স্বাগতিক দেশ জাপান।