খেলা আর গল্পে মুখর ৮৯তম কিআড্ডা

৮৯তম কিআড্ডাছবি: আব্দুল ইলা

১১ নভেম্বর, বিকেলে বাংলাদেশ ক্রিকেট দল ২০২৩ সালের বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। একই সময় চলছে কিশোর আলোর মাসিক সভা কিআড্ডা। বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেটবিষয়ক আলোচনা দিয়ে সভা শুরু হয়। এই আলোচনার মূল উদ্দেশ্য হলো, কিআর পাঠকেরা আসলে খেলাধুলা কতটা পছন্দ করে, সেটা জানা। সভায় উপস্থিত প্রায় সবাই খেলাধুলা নিয়ে বেশ উৎসাহের সঙ্গে কথা বলেছে।

খেলা আর কিআ নিয়ে আলাপ
ছবি: আব্দুল ইলা

গত মাসে অনুষ্ঠিত হওয়া নগদ কিআ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়েছিল। পায়রা উড়িয়ে কামনা করা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা যেন অবিলম্বে বন্ধ হয়। ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের সঙ্গে বর্বর আচরণ করা হচ্ছে। গাজায় বসবাসরত মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই। তাদের মানবেতর জীবনের কথা আলোচনায় আসে। সভার পরিবেশ থমথমে হয়ে ওঠে। সভায় উপস্থিত সবাই চায়, এই বর্বরতা বন্ধ হোক।

কিআ নিয়ে আলোচনা ও কুইজ

ভূতের ছবি এত কিউট কেন?
ছবি: রিফাত হাসান

কিশোর আলোর নভেম্বর মাসের সংখ্যা নিয়ে আলোচনা করেন কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম। কিআড্ডায় উপস্থিত কিআ পাঠকেরা এই সংখ্যার ভালো-মন্দ নিয়ে কথা বলে। একজন বলে, ‘এবারের প্রচ্ছদের ভূতগুলো একদমই ভয়ানক নয়। পরীক্ষার ভূত এত কিউট হয় নাকি!’ নভেম্বর মাসের সংখ্যার এ রকম খুঁটিনাটি বিষয়ে আলাপ করে সভায় উপস্থিত পাঠকেরা। এরপর শুরু হয় কিশোর আলো নিয়ে কুইজ। কুইজের প্রশ্ন করা হয় কিআর নভেম্বর সংখ্যা থেকে। যেমন, ‘অবলোপী’ কমিকসে সাদীর সহযোগীর নাম কী? কুইজে সঠিক উত্তর প্রদানকারীদের জন্য ছিল কিআর তরফ থেকে বিশেষ পুরস্কার।

আরও একটি বিশেষ কুইজ খেলা

বিশেষ কুইজ খেলা বলছি কারণ এই খেলায় সাধারণ কুইজের মতো শুধু প্রশ্নের উত্তর দিলে চলবে না। প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্যাডেলের সাহায্যে একটি পিংপং বলকে শূন্যে ভাসিয়ে রাখতে হবে। এই খেলার শুরু করেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক এবং গীতিকার কবির বকুল। আনিসুল হক কুইজের প্রশ্ন করেন। আর কবির বকুল সেই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পিংপং বলকে ভাসমান রাখার চেষ্টা করেন। এরপর সভায় উপস্থিত অনেকেই এই মজার খেলায় অংশগ্রহণ করে। নিজের সম্পর্কে আর খেলাধুলা নিয়ে প্রশ্নের উত্তর দেয়। এই কুইজ খেলায় বিজয়ীদের জন্য ছিল কিশোর আলোর তরফ থেকে আকর্ষণীয় উপহার।

গীতিকার কবির বকুল পিংপং বলকে ভাসমান রাখার চেষ্টা করে গান নিয়ে প্রশ্নের উত্তর দিলেন
ছবি: আব্দুল ইলা

‘মানুষ চাইলে কিছুই অসম্ভব নয়। এটা শেষ প্রমাণ করেছে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল,’ বিশেষ কুইজ শেষে বলেন কিআ সম্পাদক আনিসুল হক। আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস দেখলে সত্যি মনে হয় যে জীবনে কিছুই অসম্ভব নয়। তিনি আরও বলেন, ‘সফল হওয়ার জন্য সারা জীবন চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন তোমার সময় আসবেই!’

সভা শেষে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলে সবাই। নভেম্বর মাসের কিআড্ডা সংক্ষিপ্ত ছিল। কিন্তু উপস্থিত সবাই সারা বিকেল জম্পেশ গল্প করেছে, আড্ডা দিয়েছে! সেদিন উপস্থিত ক্রিকেটপ্রেমীরা সভার ফাঁকে ফাঁকে বাংলাদেশের খেলার স্কোরের দিকেও নজর রেখেছে!