আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫: অংশ নিতে রেজিস্ট্রেশন করো

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৫-এর অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিতব্য ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল গঠন করা হবে। ২০১৮ সাল থেকে বাংলাদেশ এই অলিম্পিয়াডে নিয়মিতভাবে অংশ নিচ্ছে। প্রতিবছরই সাফল্য অর্জন করেছে।

আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। এই অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের অনলাইন নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়াও দেশের আট বিভাগে শিক্ষার্থীদের রোবটিক্স এবং এই অলিম্পিয়াড সম্পর্কে জানাতে ও অংশগ্রহণে উৎসাহিত করতে অ্যাক্টিভেশন কর্মশালা চলছে।

আরও পড়ুন

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল থিম ‘স্পেস রোবট’। এর মানে, মহাকাশের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট তৈরির চর্চা করবে শিক্ষার্থীরা। এই থিমের ওপর ভিত্তি করে এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো হবে তিনটি বিভাগে: জুনিয়র লো (১ম-৪র্থ শ্রেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শ্রেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের উৎসাহিত করতে শুধু জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কিত নয়।

আরও পড়ুন

সর্বশেষ ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ সদস্যের বাংলাদেশ দল ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে। গত ৭ বছরে বাংলাদেশ দল মোট ১৪টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ২৮টি ব্রোঞ্জপদক জয়ের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।

আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। পার্টনার হিসেবে যুক্ত আছে ক্লাউড নাম্বার ২৪, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করো https://bdro.org

আরও পড়ুন