স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস অ্যান্ড সায়েন্স কার্নিভ্যাল

শেষ হয়েছে স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস অ্যান্ড সায়েন্স কার্নিভ্যাল ২০২৫। দুই দিনব্যাপী এ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে স্কলাস্টিকার গণিত ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী এই কার্নিভ্যালে অংশগ্রহণ করেছে। তরুণদের উদ্ভাবনী ক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত হয়েছে এ কার্নিভ্যাল।

কার্নিভ্যালটি হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন কার্নিভ্যালের প্রথম দিন ছিল ভার্চ্যুয়াল সেশন। এতে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আইকিউ টেস্ট, রোবোটিকস অলিম্পিয়াড, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, ক্যালকুলাস অলিম্পিয়াড এবং ক্র্যাড দ্য কোডের মতো প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকেরা।

২২ জুন স্কলাস্টিকার মিরপুর ক্যাম্পাসে অফলাইন আয়োজন অনুষ্ঠিত হয়। ম্যাথমেটিকস অলিম্পিয়াড, জেনারেল সায়েন্স অলিম্পিয়াড, সুডোকু এবং রিলে রেস ছিল মূল আকর্ষণ। শিক্ষার্থীরা প্রজেক্ট ডিসপ্লে ও তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও সমাধান তুলে ধরে। আয়োজনের সহযোগী আর্থ অ্যান্টস আয়োজন করে ‘কোড রেড’ সেমিনার, যেখানে পরিবেশ সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কার্নিভ্যালে প্রধান অতিথি ছিলেন স্কলাস্টিকা সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডজাঙ্কট লেকচারার মো. শামসুর শাফি নূর ই আজিজ। ২০০-এর বেশি বিজয়ীকে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনটি শেষ হয়। আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টিভি এবং ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।

আরও পড়ুন