স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি ১৮৭২ সালে হলেও স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালের এই দিনে। প্রথম আদমশুমারি অনুযায়ী সবেমাত্র জন্ম নেওয়া ছোট্ট বাংলাদেশের জনসংখ্যা ছিল সব মিলিয়ে ৭ কোটি ৬৩ লক্ষ ৯৮ হাজার। সে হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৪৮।

বর্তমানে রাজধানী ঢাকায় বাস করছে দুই কোটিরও বেশি মানুষ। কিন্তু তোমরা কি জানো ১৯৭৪ সালে প্রথম আদমশুমারির সময়কালে ঢাকার জনসংখ্যা কত ছিল? মাত্র ১৬ লাখ! বর্তমানে সমগ্র বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৭ লাখ।