এ পরীক্ষার সাহায্যে তুমি তোমার চোখের ক্ষমতা পরীক্ষা করতে পারবে। তুমি এখানে গুনবে না, শুধু সমপরিমাণ হলো কি না, সেটা দেখলেই চলবে।
যা যা লাগবে
অন্তত ৪০টি চকলেট
তিনটি বাটি
স্টপওয়াচ
একজন বন্ধু
ধাপ ১
বাটি তিনটি তোমার সামনে সাজিয়ে রাখো। তারপর তোমার বন্ধুকে বলো, স্টপওয়াচ ব্যবহার করে ৫ সেকেন্ড সময় ধরতে। যখনই তোমার বন্ধু বলবে ‘সময় শুরু’, সঙ্গে সঙ্গে তুমি চকলেটগুলো তিনটি বাটিতে সমান ভাগে ভাগ করে রাখবে।
ধাপ ২
এখন প্রতিটি বাটির চকলেটগুলো গুনে দেখো তো তিনটি বাটিতে কি সমানসংখ্যক চকলেট আছে?
তুমি কতটা সঠিকভাবে চকলেটগুলো ভাগ করেছে, তা দেখে হয়তো বিস্মিত হয়েছ। আসলে আমাদের মস্তিষ্কের পরিমাপের জন্য বেশ শক্তিশালী ধারণা থাকে। যদিও প্রতিটি বাটিতে চকলেটের পরিমাণ সমান হবে না, কারণ ৪০-কে সমান তিন ভাগে বিভক্ত করা যায় না।