সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা বৃহস্পতি গ্রহছবি : নাসার সৌজন্যে

সূর্য থেকে দূরত্বের দিক থেকে পঞ্চম গ্রহ বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে বলা হয় গ্রহরাজ। গ্যাসীয় গ্রহটির বেশির ভাগই হাইড্রোজেন ও হিলিয়ামে ভরা। এ ছাড়া বিভিন্ন ধরনের গ্যাস থাকায় গ্রহটির ঘূর্ণমান মেঘগুলো রঙিন। বৃহস্পতির গ্রেট রেড স্পট হলো একটি বিশাল ঝড়, যা বহু শতাব্দী ধরে চলছে। বৃহস্পতির একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র আছে। গ্রহটির উপগ্রহের সংখ্যা ৯২।

পরিসংখ্যান

আবিষ্কার : প্রাচীন জ্যোতির্বিদেরা আবিষ্কার করেছেন এবং গ্রহটি খালি চোখে দেখা যায়।

নামকরণ : রোমান পুরাণের দেবতা

জুপিটারের নামানুসারে।

ব্যাস : ১ লাখ ৩৯ হাজার ৮২২ কিলোমিটার।

বছর : পৃথিবীর ১১ বছর ৯ মাসের সমান।

দিনের দৈর্ঘ্য: ৯ দশমিক ৮ ঘণ্টা।

আরও পড়ুন