যেদিন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়

ভারত
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০১ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • কিছুকাল আগেও পাড়ার ক্রিকেট পিচ থেকে শুরু করে বড় বড় স্টেডিয়ামে নারীদের উপস্থিতি ছিল খুবই কম। তবে গত কয়েক বছরে এই ধারণা বদলে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ঘরোয়া ক্রিকেটের পাশপাশি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সমানভাবে প্রমাণ করে আসছে তারা। জিতেছে বেশ কিছু শিরোপা। আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের জন্মদিন। ১৯৯৩ সালের আজকের এই দিনে খুলনায় জন্মগ্রহণ করেন জাহানারা। ক্রিকেটে নারীদের অবস্থান নিয়ে দেশীয় এক সংবাদপত্রে নিজের দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেছিলেন, ‘ক্রিকেটে নারীদের কোনো ভয় নেই।’ তো তোমাদের যাদের স্বপ্ন ক্রিকেটার হয়ে দেশের জন্য গৌরব অর্জন করা, তাদের জন্য এটি একটি সুখবরই বলতে পারো!

  • এ ছাড়া ১৯১২ সালের আজকের এই দিনে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত দিল্লি ভারতের রাজধানী। এর আগে ১৮৬৯ সালের এই দিনে ভারতে আয়কর ব্যবস্থা চালু হয়।

  • ১৯৯৮ সালের ১ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করা হয়।

  • ১৯৩২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী রশিদ চৌধুরী।