জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
একদিকে চলছে কোপা আমেরিকা, অন্যদিকে ইউরো। ফুটবলের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। এর আগে ২০২২–এর বিশ্বকাপের আসরে ট্রফিটা উঠেছিল আর্জেন্টিনার হাতে, তা–ও আবার ৩৬ বছর পর। সেবার বিশ্বকাপের মাঠে প্রতিপক্ষ দল হিসেবে ছিল ফ্রান্স। টাইব্রেকারে গিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা সেবার মুছে গেলেও ১৯৯৮ সালে ঠিকই ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ অর্জন করেছিল ফ্রান্স।
আগের দুই আসরে নাকি বাছাইপর্বই পার হতে পারেনি, সেই ফ্রান্সই কিনা ফাইনাল ম্যাচে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চমবার শিরোপাজয়ী ব্রাজিলের মতো দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে অর্জন করে নিল ফুটবলে বিশ্বসেরার খেতাব! ১৯৯৮ সালের আজকের এই দিনে ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। ফুটবলের অন্যতম নক্ষত্র জিনেদিন জিদানের জাদুকরি ফুটবলের জাদুতেই শিরোপা অর্জন সম্ভব হয়েছিল ফ্রান্সের।
এ ছাড়া ১৯২০ সালের এই দিনে কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা। সেই সময় এটি সান্ধ্য পত্রিকা হিসেবে প্রকাশিত হওয়া শুরু করে।