পৃথিবীর সবচেয়ে বড় পাখি

এলিফ্যান্ট বার্ডআর্থ ডটকম

পৃথিবীর সবচেয়ে বড় পাখির কথা বলতে গেলে সবার আগে অস্ট্রিচ বা উটপাখির কথাই আমাদের মাথায় আসে। তবে সেটি এখনো বেঁচে আছে এমন পাখির ক্ষেত্রে সত্য। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পাখির কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু উত্তরটা ভিন্ন। এলিফ্যান্ট বার্ড হলো এখন পর্যন্ত পৃথিবীতে ঘুরে বেড়ানো সবচেয়ে বড় পাখি।

২০১৮ সালের আজকের এই দিনে রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এলিফ্যান্ট বার্ডকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পাখি বলার কারণ, বর্তমানে এই পাখি বিলুপ্ত। এক হাজার বছর আগে এই পাখি মানুষের শিকার ও বাসস্থান ধ্বংসের কারণে বিলুপ্ত হয়ে গেছে। এর আগে এটি মাদাগাস্কারে ছিল বলে জানা গেছে।

নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছ পাখিটির ওজন কেমন হতে পারে। প্রায় ১০ ফুট উচ্চতার এই পাখির ওজন ২৭৫ কেজি থেকে ১০০০ কেজি পর্যন্ত ছিল।

এই তো কিছুদিন আগে বাংলাদেশের সুপারশপগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার না করার সিদ্ধান্ত হলো। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ বিশ্বের প্রথম শহর হিসেবে নিয়েছিল অস্ট্রেলিয়ার বান্দানুন শহর। ২০০৯ সালের আজকের এই দিনে বান্দানুন শহর কর্তৃপক্ষ প্লাস্টিকের বোতল ব্যবহার নিষিদ্ধ করে।