প্রিয় মোবাইল

এই গত ২৭ নভেম্বরের ঘটনা লিখছি। রাত ৮.৩০-এর মতো বাজে। আমি, আব্বু আর আম্মু ঘরে বসে টিভি দেখছিলাম। হঠাৎ আম্মুর মোবাইলে ফোন বেজে উঠল। মোবাইলটা আব্বুর পাশে থাকায় আব্বুই ফোনটি রিসিভ করার জন্য হাতে নিল। সঙ্গে সঙ্গেই আব্বু আমার দিকে তাকিয়ে চিৎকার করে আমার নাম উচ্চারণ করে আমার দিকে মোবাইলটা এগিয়ে দিল। আমি কিছুটা অবাক হলাম আব্বুর তাকানোর ভঙ্গি দেখে। যাহোক, পরক্ষণে মোবাইলটা হাতে নেওয়ার পর আমিও কিছুটা ভূত দেখার মতো ভয় পেয়েছিলাম। দেখি মোবাইলে আমার নম্বর থেকেই ফোন এসেছে। সেখানে লেখা ‘ফাহাদ’। কিছুটা হতভম্ব হলেও, হঠাৎ মাথায় চিন্তা হলো, ‘আমার মোবাইল কই?’ যাহোক তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে হ্যালো, হ্যালো বলতে লাগলাম। অপর পাশ থেকেও একই আওয়াজ। এরপর বললেন, ‘আচ্ছা এটা কি মোবাইলের মালিকের আম্মার নম্বর? আসলে তিনি মোবাইলটা আমার দোকানে রেখে গেছেন। ডায়াল কলে এই নম্বরটা ছিল।’ আমি চিৎর করে বললাম, ‘জি জি, মোবাইলটা আমারই। কিন্তু আপনি কোথা থেকে বলছেন? ‘আসলে আপনি কিছুক্ষণ আগে জিনিসপত্র কিনে ভুলে আপনার মোবাইলটা রেখে গেছেন।’ সবকিছু বুঝে উঠে সঙ্গে সঙ্গেই দিলাম এক দৌড়। বাড়ির পাশেই দোকান। দেখি সযত্নেই তিনি আমার মোবাইলটা রেখে দিয়েছেন। কিছুক্ষণ কথাবার্তা বলে, অশেষ ধন্যবাদ দিয়ে মোবাইলটি নিয়ে বাসায় ফিরলাম। চেক করি, দেখি ডায়াল কলে থাকা অনেককেই তিনি ফোন দিয়েছিলেন। যাহোক, তাঁর সততা ও নিষ্ঠার জন্য মোবাইলটা অপ্রত্যাশিতভাবে ফিরে পেলাম।