মাইকেল জ্যাকসনের মৃত্যু, কারণ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৫ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

পপ গানের রাজা বলা হয় তাঁকে। তবে বেঁচেছিলেন মাত্র ৫০ বছর। এই সময়েই নিজের পরিবেশনা দিয়ে মাতিয়ে বেড়িয়েছেন পুরো বিশ্বকে, ভেঙেছেন একের পর এক রেকর্ড। অসংখ্যবার নিজের নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

বলছিলাম গায়ক মাইকেল জ্যাকসনের কথা। ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি। জ্যাকসন পরিবারের অষ্টম সন্তান ছিলেন। গানের সঙ্গে তাঁর পথচলার শুরু হয় মাত্র পাঁচ বছর বয়সে। ১৯৬৩ সালে জ্যাকসন ফাইভ নামের সংগীতগোষ্ঠীর সদস্য হিসেবে গান গাওয়া শুরু করেন। তবে এককভাবে শুরুটা ছিল ১৯৭১ সালে। সময়ের সঙ্গে গান, নাচ আর ফ্যাশনের জাদু দেখিয়ে মন জয় করে নেন বিশ্ববাসীর। আশির দশকে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন এই গায়ক; হয়ে ওঠেন আইডল। বিশ্বের সর্বাধিক বিক্রিত গানের রেকর্ডের মধ্যে রয়েছে তাঁর বেশ কয়েকটি অ্যালবাম।

২০০৯ সালের আজকের এই দিনে মারা যান এই কালজয়ী তারকা। যদিও তাঁর মৃত্যুর কারণ নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। তবে দীর্ঘ মেয়াদে ব্যথানাশক ওষুধ সেবনকে মূলত দায়ী করা হয়। তাঁর মৃত্যুর পর এই খবরে আলোচনার ঝড় ওঠে অনলাইনে। গুগল, টুইটার ও এওএলের (আমেরিকা অনলাইন) সাইট ক্র্যাশ করে। ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এসব সামাজিক যোগাযোগমাধ্যম।

১৯৭৮ সালের আজকের এই দিনে ১১তম ফিফা বিশ্বকাপ আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী হয়। এটিই ছিল আর্জেন্টিনার প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের শিরোপা অর্জন।

আরও পড়ুন