জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
এখন আমাদের প্রতিদিনের জীবন প্রযুক্তির ওপর নির্ভরশীল। প্রযুক্তির কল্যাণে এখন আর হাতে টাকা রাখার প্রয়োজন হয় না। ধরো, রেস্টুরেন্টে খাবারদাবার, আড্ডা শেষে বিল পরিশোধের সময় দেখলে, হাতে ক্যাশ টাকা নেই। আগেকার দিন হলে সেটি নিশ্চয়ই ঘাবড়ে যাওয়ার মতো বিষয় হতো; কিন্তু এখন সেই দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা, ডিজিটাল এই যুগে রাস্তার মোড়ে মোড়ে আছে এটিএম বা অটোমেটেড টেলার মেশিন। অনেকটা জাদুর বাক্সের মতো এই মেশিন হাতের কাছে নগদ টাকা রাখার ধারণাটাই অনেকটা বদলে দিয়েছে। প্রথম এটিএম মেশিনের শুরুটা হয়েছিল আজকের এই দিনে।
১৯৬৭ সালের ২৭ জুন উত্তর লন্ডনের এনফিল্ডে প্রথম এটিএম মেশিন বসানোর উদ্যোগ নিয়েছিল বার্কলেস ব্যাংক। তবে এটিএম মেশিনের প্রথম ধারণাটি এসেছিল ভারতীয় বংশোদ্ভূত জন শেফার্ড ব্যারনের মাথায়। তিনিই প্রস্তাবটি পেশ করেন বার্কলেস ব্যাংককে। বিশ্বের প্রথম এই এটিএম মেশিন থেকে প্রথম টাকা তুলেছিলেন ব্রিটিশ অভিনেতা রাগ ভার্নি।
এ ছাড়া ১৮৮০ সালের এই দিনে হেলেন অ্যাডামস কেলার জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন লেখিকা, সমাজসেবক ও রাজনৈতিক কর্মী, যিনি মাত্র ২৪ বছর বয়সে বাক্-শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি আজীবন প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য লড়াই করে গেছেন।