অনলাইনে সুপারহিরো ইভেন্ট—সুপারম্যানিয়া

চলচ্চিত্রের পর্দায় মানুষের বিপদে এগিয়ে আসে সুপারহিরোরা। নিজেদের জীবন বাজি রেখে সাহায্য করে মানুষকে। করোনার এই পরিস্থিতিতে বাস্তব জীবনে সম্ভব না হলেও অনলাইনের পর্দায় এই সুপারহিরোদের নিয়ে চমৎকার এক আয়োজন করেছে সুপার ম্যানিয়াকস। ১৭ থেকে ১৮ জুলাই ডিসি-মার্ভেল কমিকসের সুপারহিরো–ভক্তদের নিয়ে অনলাইনে আয়োজন করা হয় ‘সুপারম্যানিয়া: মার্ভেল ডিসি শো ডাউন’। সুপারহিরোদের চলচ্চিত্রের মতোই তাদের বাস্তব জীবনে অনুসরণ করতে চায় অনেকেই। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুপারহিরো–ভক্তরা যোগ দেন এই আয়োজনে।

পাঁচটি ভিন্নধারার ভক্তদের নিয়ে নানা রকম আয়োজন ছিল এই অনুষ্ঠানে। কুইজ, আর্টওয়ার্ক, কসপ্লে, রিভিউ প্রতিযোগিতাসহ বিনোদনের নানা অংশ যুক্ত ছিল সুপারম্যানিয়ার অনলাইন মঞ্চে। করোনার এই লকডাউনে তাই নতুন করে সুপারহিরোদের মতো সুন্দর পৃথিবী গড়ে তুলতে চায় আয়োজকসহ সবাই। এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো।