আমার শখ

আমার শখটা বেশ অদ্ভুত। এ পর্যন্ত আমার মা-বাবাকে কিংবা আমাকে যাঁরাই দাওয়াত কার্ডের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, আমি সেই কার্ডগুলো যত্ন করে রেখে দিয়েছি। আমার সংগ্রহে এখন নানা রঙের, নানা ঢঙের, নানা নকশার কার্ড আছে। শুধু তা-ই নয়, ঈদকার্ড, পূজার কার্ড, বড়দিন উৎসবের কার্ড, বাংলা নববর্ষ ও ইংরেজি নববর্ষের কার্ডের সংগ্রহ আছে আমার। কোনো কোনো কার্ড ধবধবে সাদা, তার ওপর সোনালি হরফে লেখা। কোনোটা গাঢ় নীল, তাতে রুপালি রঙের জামদানি শাড়ির মতো নকশা। কোনো কোনো কার্ডের ওপরে ছোট্ট পুতুল বসানো আছে। আমার কাছে এমন কার্ডও আছে, যার নকশা বর-বউ নিজেরাই করেছে। জন্মদিনের কার্ডও আছে। প্রতিটি কার্ড নিজস্ব স্বকীয়তায় আমার কাছে অনন্য। ঝুমবৃষ্টি পড়লেই আমি আমার কার্ডের বাক্স খুলে বসি। ঝিলমিল করে ওঠে যেন কার্ডগুলো। তোমাদের কাছে আছে নাকি সুন্দর কোনো কার্ড? তবে আমার কাছে পাঠিয়ে দিয়ো। আমি যত্ন করে আমার কার্ড সংগ্রহের বাক্সে রেখে দেব।

লেখক : দশম শ্রেণী, নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নীলফামারী