করোনায় পড়ো কমিকস

করোনার এই সময়টায় চাইলেও হুট করে বের হওয়া যাচ্ছে না, মোড়ের বইয়ের দোকানে গিয়ে চট করে যে কিছু মজার মজার গল্পের বই কিনে আনবে তার উপায় নেই। এ কারণে নতুন বইপত্রও বের হচ্ছে না খুব একটা। এমন পরিস্থিতিতে পাঠকেরা যেন কমিকস পড়া থেকে বঞ্চিত না হয়, সেজন্য কমিকস বই প্রকশনা সংস্থা ‘ঢাকা কমিকস’ নিয়েছে দারুণ এক উদ্যোগ। ইতোমধ্যে বই আকারে প্রকাশিত কমিকসগুলো তারা একে একে প্রকাশ করছে তাদের ওয়েবসাইটে। সেই সঙ্গে বের করছে একেবারে নতুন নতুন কমিকসও।

পছন্দের কমিকসটি সহজেই কিনে ফেলার সুযোগ থাকছে ওয়েবসাটে। কেনার পর পিডিএফ রিডারে পড়তে পারা যাবে ঝকঝকে কমিকসগুলো। আর যারা একটু বেশি পড়ুয়া, তারা হয়ে যেতে পারবে গ্রাহকও। ‘মেম্বারশিপ’ কিনে নিলেই আগামী এক বছরে যত নতুন কমিকস বের হবে, সবই পড়তে পারবে গ্রাহকেরা। সেই সঙ্গে আগের কমিকসগুলো তো পাবেই। যারা একেবারেই ফ্রি পড়তে চায়, হতাশ হতে হবে না তাদেরও। তাদের জন্য আছে ফ্রি কমিকস! সাইটে নিজের নামে নিবন্ধন করলেই পড়তে পারবে বেশ কিছু ফ্রি কমিকস। 

ঢাকা কমিকসের ওয়েবসাইট www.dhakacomics.com। সাইন আপ করা যাবে এখানে।