ঘরবন্দী বইপোকারা

বুক ক্লাবের সদস্যরা অনলাইনেই অংশ নেয় বইয়ের আড্ডায়
বুক ক্লাবের সদস্যরা অনলাইনেই অংশ নেয় বইয়ের আড্ডায়


চার মাস পর সবার সঙ্গে দেখা। তবে সামনাসামনি নয়, ভার্চ্যুয়াল পর্দার এপাশ–ওপাশ থেকে। গত ২৩ জুন অনুষ্ঠিত হয় ঢাকা কিআ বুক ক্লাবের জুন মাসের সভা। সদস্যরা নিজ নিজ বাসা থেকে অংশ নেয় এ অনলাইন সভায়।

সন্ধ্যা সাতটায় শুরু হয় সভা। শুরুতেই একে একে সবাই জানায় ঘরে বসে এ দিনগুলোয় কে কী বই পড়ছে, কীভাবে কাটছে সময়। সভায় আলোচনা হয় কিআর ফেসবুক পেজে প্রচারিত জাহীদ রেজা নূরের উচ্চারণ কর্মশালা নিয়ে। জুন মাসের সভায় নির্ধারিত বই ছিল সত্যজিৎ রায়ের ‘অতিথি’ (গল্প) ও রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি। গল্প ও নাটক নিয়ে হয় দারুণ এক কুইজ।

হাসি–আড্ডায় হুট করে সময় পেরিয়ে যায়। সভার শেষ পর্যায়ে সদস্যরা জানায়, ঘরবন্দী থেকেও অনলাইনে এ সভা সবার মন ভালো করে দিয়েছে। রাত নয়টায় শেষ হয় এ সভা।