চুইংগাম

সময়টা ২০০৯। আমি তখন নার্সারিতে পড়ি। সেদিন  দুইটা ক্লাস পর টিফিনের সময় হলো। তখন দেখি বাইরে ঠেলাগাড়ি নিয়ে একটা আঙ্কেল দাঁড়িয়ে আছে খাবার বিক্রি করার জন্য। গাড়িতে অনেক ধরনের খাবার। তার মধ্যে সুন্দর কার্টুনের ডিজাইন করা প্যাকেটের একটি চকলেট দৃষ্টি কাড়ল আমার। জিজ্ঞেস করে জানলাম সেটার নাম চুইংগাম। মার কাছে আবদার করলাম সেটা কিনে দেওয়ার জন্য। অবশেষে মা আমাকে ও আমার বন্ধুকে কিনে দিল। প্রথমবার খেয়ে তো খুব মজা লাগল। মাকে আবার বললাম কিনে দিতে। সবচেয়ে মজার বিষয় ছিল, স্টিকারও পাওয়া যাচ্ছিল চুইংগামের সঙ্গে। তাই এতবার কেনা। খুব মজা করে খেলাম আমরা। হঠাত্ বন্ধুটা আমার চুলে চুইংগাম লাগিয়ে দিল। আমি তো কান্নাকাটি করে একাকার! অবশেষে মা বাসায় গিয়ে চুলের চুইংগাম লেগে থাকা অংশটা কেটে দিলেন। এখনো চুইংগাম খেতে গেলে সেই স্মৃতি মনে পড়ে মাঝেমধ্যে।

লেখক : সপ্তম শ্রেণি, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া

অলংকরণ : সাদমান মুন্তাসির