ঢাকা লিট ফেস্টে 'দেখা থেকে লেখা কার্যক্রম'

ঢাকা কিশোর আলো বুক ক্লাবের নিয়মিত কার্যক্রমগুলোর একটি হলো 'দেখা থেকে লেখা'। প্রায় প্রতি মাসেই দু-একবার তাতে অংশ নেয় সদস্যরা। আজ সেই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় 'ঢাকা লিট ফেস্ট' -এ। বাংলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানের কসমিক টেন্টে দুপুর ১.৪৫-এ সদস্যরা উপস্থিত হয় কিশোর আলোর নিয়মিত লেখক শিবব্রত বর্মনের একটি অধিবেশনে। থ্রিলার বিষয়ক এই অধিবেশনটিতে আলোচক হিসেবে আরো ছিলেন থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন রহমান। অধিবেশনে বাংলাদেশের থ্রিলার লেখার সূচনা, এর বিস্তার ও ভবিষ্যৎ নিয়ে আদ্যোপান্ত আলোচনা করেন অতিথিরা।

অধিবেশন শেষে বুক ক্লাবের সদস্যরা বাংলা একাডেমি প্রাঙ্গণের স্টল, নজরুল মঞ্চ, মিলনায়তন ঘুরে দেখে। 

উপস্থিত ঢাকা কিশোর আলো বুক ক্লাবের সদস্যরা
উপস্থিত ঢাকা কিশোর আলো বুক ক্লাবের সদস্যরা

'দেখা থেকে লেখা' কার্যক্রমে মূলত সদস্যরা আয়োজনের জায়গাটি ঘুরে দেখে, আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়। পরবর্তী সময়ে তা থেকে ফিচার, প্রতিবেদন বা অভিজ্ঞতা লেখাকেই ঢাকা কিশোর আলো বুক ক্লাব নাম দিয়েছে 'দেখা থেকে লেখা'। পরে এই লেখা নিয়েই আলোচনা সমালোচনা করা হয় মাসিক সভাতে।

কিশোর আলো বুক ক্লাবের সাথে আয়োজনে উপস্থিত ছিল কিশোর আলো ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সদস্যরাও।

 

ছবি: আব্দুল ইলা