বইমেলায় 'দেখা থেকে লেখা'

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসের বিকেলে হয়ে গেল ঢাকা কিশোর আলো বুক ক্লাবের ‘দেখা থেকে লেখা’ কার্যক্রম। এবারের কার্যক্রমটি ছিল ‘অমর একুশে বইমেলা ২০১৯’-এ।

ক্লাবের সদস্যরা প্রথমে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারে এসে একত্রিত হয়। তারপর চলে যায় মেলার ‘লেখক বলছি’ মঞ্চে। যেখানে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। নিজের লেখক জীবনের অভিজ্ঞতা দিয়ে আনিসুল হক তার বক্তব্য শুরু করেন। বলেন মজার সব ঘটনা। বুক ক্লাবের এক সদস্য হঠাৎ প্রশ্ন করে বসে, ‘যখনই আমি নিজে কোনো গল্প লিখতে বসি, তখনই আমার মনে হয় যে সেটা অন্য কোনো লেখকের গল্পের সাথে মিলে যাচ্ছে। এ ক্ষেত্রে কী করব?’ উত্তরে আনিসুল হক বলেন, ‘পৃথিবীতে নতুন গল্প বা কাহিনি বলতে কিছু নেই, নতুন হচ্ছে গল্প বলার ভঙ্গি। মানে নিজের গল্প লেখার ধরনটাই আসল বলতে পারো।’ এছাড়াও লেখক কীভাবে তার লেখার মাধ্যমে কোনো দৃশ্য ফুটিয়ে তোলেন, সেই রহস্যটাও তিনি জানান উপস্থিত দর্শকদের।  

'লেখক বলছি' সেশন শেষে কিশোররেরা ছোট ছোট দলে ভাগ হয়ে ঘুরে দেখে মেলার স্টলগুলো। বইমেলার কোন স্টলে কোন বইটির বেশি চাহিদা, পাঠকদের পছন্দ কেমন, বিক্রি কেমন হচ্ছে থেকে শুরু করে নানা প্রশ্ন করে ক্রেতা-বিক্রেতা-লেখকেদর সাক্ষাৎকার নেয় তারা। বইমেলা অভিযান শেষে ক্লাবের সদস্যরা সন্ধ্যা ৭টায় বাড়ির পথ ধরে।

ছবি: মুসাব্বির হুসাইন