মিনি ও বিড়ালছানা

মিনিদের বাসায় ইঁদুরের খুব উৎপাত। ইঁদুরগুলো তার ছবি আঁকার খাতার সঙ্গে আরও কিছু খাতা ছিঁড়ে কুটিকুটি করে ফেলেছে। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে সে দেখল, একটি বিড়াল তার দিকে করুণভাবে তাকিয়ে আছে। দেখে তার মায়া হলো। তাই সে বিড়ালটিকে তাদের বাসায় নিয়ে গেল। গিয়ে সে তার মাকে বলল, আমি এই বিড়াল পুষব। মিনির মা তার কথা শুনে বলল, বিড়ালের লোম পেটে গেলে তোমার পেট খারাপ হবে। মিনি তার পরও বিড়ালটিকে তাদের বাসায় রেখে দিল। সে বিড়ালটির নাম রাখল তুষি। তুষি আর মিনির মধ্যে তখন গভীর বন্ধুত্ব হয়। তারা দুজনে মিলে কত-কী করে। একদিন মা বললেন, তোমার তুষিকে নিয়ে আর পারি না। সে সব খাবার চুরি করে খেয়ে ফেলে। শুনে মিনির খুব মন খারাপ হলো। সে তুষিকে খুব বকা দিল। তুষি চুপচাপ বসে রইল। কিন্তু তার পরও তুষি প্রতিদিন চুরি করে খাবার খায়। একদিন সকালবেলা মিনি তার মাকে বলল, সে এখন দুধ খাবে না, স্কুল থেকে এসে দুধ খাবে। তুষি দেখতে পেয়ে চুপিচুপি সেই দুধ খেতে তার মুখটি দুধের দিকে বাড়াল। তখন তার মুখে পিঁপড়া কামড় দিল। সেই থেকে সে আর কখনো চুরি করে খায় না।

লেখক : দ্বিতীয় শ্রেণী, ওয়াইডব্লিউসিএ বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা