হাংরি বার্ড

পাখিটার খুব খিদে পেয়েছে। তার বাচ্চাগুলোরও। তাই সবার জন্য খাবার খুঁজতে সে বনে গেল। কিন্তু গেলে কী হবে, বনের কোথাও কোনো খাবার থাকলে তো! অনেকক্ষণ ধরে পোকামাকড় খুঁজেও সে কিছুই পেল না। মনের দুঃখে সে একটা দেয়ালে বসে পড়ল। আর তখনই খানিক দূরে একটা অদ্ভুত পোকা দেখতে পেল। চুপি চুপি সে সেই লম্বাটে পোকার কাছে গেল। তারপর ঠোঁট দিয়ে কামড়ে ধরে টানতে লাগল। কিন্তু একি! এ তো পোকা নয়, একটা গোলাপি বিড়ালের লেজ! বিড়ালটা ঘুমাচ্ছিল, লেজে ঠোকর অনুভব করে সে খুব বিরক্ত হলো। তারপর যখন দেখল, পাখিটা তার লেজ টেনে নেওয়ার চেষ্টা করছে, তখন তাকে দিল এক ধাওয়া। পাখিটাও ততক্ষণে ভয় পেয়ে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শুরু করল। সে এতই ভয় পেল যে উড়তেও ভুলে গেল। বিড়ালটা কাছে গিয়ে যেই না এক ধমক দেবে, ঠিক তখনই তার ভয়ার্ত মুখটা দেখে কেমন যেন মায়া অনুভব করল। আর তাই সে নরম হয়ে ঠোকর দেওয়ার কারণ জিজ্ঞেস করল। পাখিটা তার ও তার বাচ্চাদের খিদে পাওয়ার কথা জানাল। শুনে বিড়ালটার আরও মায়া হলো। তখন বিড়ালটা তাকে খাবার খুঁজতে সাহায্য করল। ফলে, পাখিটা খুব তাড়াতাড়ি পাঁচটি পোকা খুঁজে পেল। পাখিটা খাবারগুলো নিয়ে তার বাসায় ফিরে বাচ্চাদের খাওয়াল।
আর সেই থেকে গোলাপি বিড়ালটা পাখিটার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল।

লেখক : তৃতীয় শ্রেণী, মাস্টারমাইন্ড স্কুল, ঢাকা