২৩টি মজার তথ্য

১. চীনে সাইকেলের সংখ্যা ১০০ কোটি। অথচ আঠারো শতকের পরে সেখানে প্রথম সাইকেল আনা হয়েছিল।

২. প্রতিবছর প্রায় ১০ কোটি সাইকেল তৈরি হয় বিশ্বে।

৩. ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে জায়গা করে নিয়েছিল বিএমএক্স সাইকেল।

৪. এক চাকায় সাইকেল চালানোর পদ্ধতিকে বলে হুইলি।

৫. স্বশক্তিচালিত যানবাহনের মধ্যে সাইক্লিং হচ্ছে সবচেয়ে কর্মশক্তিসাশ্রয়ী বাহন।

৬. নেদারল্যান্ডসের প্রতি আটজনের মধ্যে সাতজনই সাইকেলের মালিক। আর এদের অধিকাংশের বয়স ১৫ বছরের বেশি।

৭. তিন চাকার সাইকেলকে বলে ট্রাইক।

৮. দক্ষিণ আফ্রিকার কেপটাউনের এক ভবনের একটি বাতির ঝাড়ের পুরোটা বানানো হয়েছে সাইকেলের কাঠামো দিয়ে।

৯. সাইকেল নিয়ে ইংরেজিতে সবচেয়ে বিখ্যাত গানটির নাম ডেইজি বেল। এ গানের শেষ লাইন, এ বাইসাইকেল বিল্ট ফর টু।

১০. গাড়ি চালানোর চেয়ে বাইক চালাতে মানুষের শারীরিক ও স্নায়বিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা বেশি প্রয়োজন হয়।

১১. ফ্রান্সের বিখ্যাত এক বাইক রেসে হলুদ রঙের বিশেষ এক জার্সি পরেন দলনেতা। এ জার্সিকে বলে মেইললট জুন।

১২. দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০১৩ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হয় ৩৬তম কেপ আর্গাস পিক অ্যান্ড পে সাইকেল টুর।

১৩. সাইকেলের দুই চাকা মাটির ওপরে শূন্যে উড়ে চলার বিশেষ পদ্ধতিকে বলে বানি হপ।

১৪. বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সাইকেল চালাতে পছন্দ করতেন। তিনি বলতেন, ‘জীবন হচ্ছে সাইকেল চালানোর মতো। এতে ভারসাম্য রাখতে চাইলে সামনে এগিয়ে যেতেই হবে।’

১৫. চীনে ছোট-বড় সবার সাধারণ বাহন সাইকেল। তাই একসময় চীনকে বলা হতো সাইকেলের দেশ।

১৬. অ্যাকসিডেন্ট হলে আরোহীর যেন ক্ষতি না হয় সে জন্য গাড়ির পেছনে এয়ারব্যাগ বসছে।

১৭. প্রতি পূর্ণিমায় দক্ষিণ আফ্রিকার সাইক্লিস্টরা কেপটাউনের রাস্তায় দল বেঁধে সাইকেল চালায়। এ অনুষ্ঠানের নাম মুনলাইট মাস।

১৮. কিছু ইতিহাসের বইয়ে দেখা যায়, ঘোড়ার গাড়িনির্মাতা ফরাসি দুই পিতা-পুত্র পিয়েরে ও আর্নস্ট মাইকক্স প্রথম সাইকেল আবিষ্কার করেন ১৮৬০ সালে।

১৯. এক চাকাওয়ালা এবং লম্বা গলাওয়ালা সাইকেলের নাম জিরাফ ইউনিসাইকেল।

২০. বিশেষ ধরনের বাইসাইকেল রিকামবেন্ট বাইক। ২০০ মিটারে এর রেকর্ডকৃত সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৩.২৮৮ কিলোমিটার।

২১. গত বছরের ৩১ ডিসেম্বর সবচেয়ে বেশিসংখ্যক সাইক্লিস্ট একত্রে জড়ো হওয়ার রেকর্ড গড়েছে তাইওয়ান। সেদিন ৭২,৯১৯ জন সাইক্লিস্ট একত্র হয়েছিল।

২২. হেনজ স্টুক গত ৫০ বছরে শুধু বাইসাইকেলে চেপে পাড়ি দিয়েছেন ছয় লাখ কিলোমিটার। বিশ্বে এটিই সর্বোচ্চ রেকর্ড।

২৩. দামি কিছু সাইকেলে টাইটেনিয়াম ধাতু ব্যবহার করা হয়। কোমরের কৃত্রিম জয়েন্টেও এ ধাতু ব্যবহৃত হয়।

সূত্র: ন্যাটজিও কিডস