চিন্তিত চিকিৎসক

অলংকরণ: আরাফাত করিম

এক লোক তার ছেলেকে নিয়ে পার্কে যাচ্ছিলেন। হঠাৎ করে তার ছেলে পিছলে পড়ে যায় আর হাঁটুতে গুরুতর চোট পায়। শিগগিরই সেলাই করতে হবে, না হলে রক্তপাতে অবস্থা গুরুতর হতে পারে। এ অবস্থায় তিনি ছেলেকে নিয়ে হাসপাতালে গেলেন। ওখানে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান যে তিনি এই ছেলের চিকিৎসা করতে পারবেন না, কারণ এটা তার ছেলে। দুশ্চিন্তায় তার অপারেশনে ভুল হতে পারে।

বলতে পারো, এটা কীভাবে সম্ভব?

উত্তর

চিকিৎসক ছেলেটার মা