দাদুমণি

অলংকরণ: মৌমিতা শিকদার

প্রিয় দাদুমণি,

এই সেদিনও তুমি আমাদের সঙ্গে ছিলে। কত্ত মজা করতাম আমরা! আমাদের দুই বোনের ঘুমই আসত না তোমাকে ছাড়া। রাতে আম্মুর বিছানা থেকে উঠে এসে চুপটি করে শুয়ে থাকতাম তোমার পাশে। তোমার সেই পান্তাভাত, দুধ-কলা দিয়ে ভাত মাখানো কী যে মজা লাগত! সেগুলো খুব মিস করি এখন। তুমি যখন চাচ্চুর বাসায় চলে গিয়েছিলে, তখন অনেক কেঁদেছিলাম। চাচ্চুর বাসায় হলেও তুমি তো ছিলে! হঠাৎ কী করে যে কী হলো! স্বার্থপরের মতো আমাদের একা ফেলে চলে গেলে। একটুও ভাবলে না আমাদের কথা। যখন তুমি হাসপাতালের বিছানায় নিথর হয়ে শুয়ে ছিলে, তখনো মনে হচ্ছিল তুমি উঠে একটা হাসি দেবে। কিন্তু তা হয়নি। ভালো থেকো দাদুমণি।

তোমার আদরের নাতনি
মালিহা