স্টেশন, ইঁদুর এবং অন্যান্য

  • স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে।
    প্রথম ব্যক্তি: ভাই, এটা কোন স্টেশন?
    দ্বিতীয় ব্যক্তি বাইরের দিকে কিছুক্ষণ দেখে বলল, এটা মনে হয় রেলস্টেশন।

  • পার্কে একটা ছোট ছেলে পাহারারত দারোয়ানকে গিয়ে বলল, কাল যে ছোট মেয়েটি পার্কে হারিয়ে গিয়ে ভেউ ভেউ করে কাঁদছিল, আর আপনি তাকে লজেন্স খেতে দিয়েছিলেন, সে আমার বোন। আজ আমি হারিয়ে গেছি।
    দারোয়ান: কী উপকার করতে পারি, বলো?
    : আমাকেও চকলেট দিন।

  • ভাড়াটে: দেখুন, আমার বাসায় অনেক ইঁদুর।
    বাড়িওয়ালা (ভাড়াটেকে কথা শেষ করতে না দিয়েই ধমকের সুরে): আপনাকে বলেছিলাম না, আমার বাড়িতে কোনো পশুপাখি পোষা নিষেধ?

  • তন্ময়: তোর ছোট ভাইটা এখন কী করছে?
    রাফি: কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।
    তন্ময়: কেন?
    রাফি: কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে!

  • দাদা আর নাতি ডাইনিং টেবিলে বসে গল্প করছে
    দাদা: তোরা কী খাস, খাওয়াদাওয়া তো করেছি আমরা। হাতি খেয়ে হজম করতে পারতাম তোদের বয়সে।
    নাতি: তখন বাথরুম করতে কোথায়, দাদু?