তিন ধারের মুদ্রা

অলংকরণ: আরাফাত করিম
ধরো, তুমি একটা রেস্তোরাঁয় গেছ। মুরগির তিনটি আইটেম পছন্দ হয়েছে। কিন্তু এর মধ্যে কোনটি খাবে, ঠিক করতে পারছ না। কীভাবে একটা ধাতব মুদ্রার সাহায্য নিয়ে একদম সঠিক সম্ভাব্যতায় সিদ্ধান্তটি নেওয়া যায়? (এটা কিন্তু খুব কাজের ধাঁধা!)

উত্তর

মুদ্রাটিকে দুবার টস করতে হবে। হেড-হেড, হেড-টেল, টেল-হেড—এই তিনটি দিয়ে সিদ্ধান্ত নেবে। টেল-টেল পড়লে আবার দুবার টস করতে হবে।