ম্যাজিক নম্বরটি খুঁজে পেয়েছ?

রাজার সফর

Kishor Alo 02

এই গাণিতিক দাবায় একটি রাজা শুধু এল (L) আকৃতিতে যেতে পারে। যেমন নিচে দেখানো হয়েছে, ১ থেকে ২ এবং ২ থেকে ৩-এর দিকে গেছে। মানে, দাবার মতো আড়াই ঘর আরকি। এই ম্যাজিক স্কয়ারে রাজা একটি ঘরে মাত্র একবার যেতে পারবে। একটি ৮ × ৮ বর্গে সম্ভাব্য ২৬৫৩৪৭২৮৮২১০৬৪টি চাল দেওয়া সম্ভব। এখন তুমি চেষ্টা করে দেখো তো, এমন এল আকৃতি কতগুলো খুঁজে পাও।

চার হাজার বছর আগের এক দিনের কথা। চীনের সম্রাট ইউ নদীতে একটি হলুদ কচ্ছপ খুঁজে পেয়েছিলেন। কচ্ছপটির পিঠে ৯টি বর্গক্ষেত্র আঁকা ছিল। প্রতিটি বর্গক্ষেত্রে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো মাত্র একবার লেখা। কিন্তু মজার ব্যাপার হলো, ওই বর্গের কোনাকুনি, ওপরে-নিচে, আড়াআড়ি যেভাবেই বলো না কেন, যোগফল হয় সব সময় ১৫। এটিই ছিল বিশ্বের প্রথম ম্যাজিক স্কয়ার বা ম্যাজিক বর্গ।

রোমাঞ্চকর যোগ

ম্যাজিক স্কয়ার

সম্রাট ইউর গল্প সত্য হোক বা মিথ্যা, তাঁর এই গল্প ম্যাজিক স্কয়ারের বিস্ময়কর বৈশিষ্ট্যের সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দিয়েছে। বাঁ দিকে যে বর্গটি দেখতে পাচ্ছ, তার প্রতিটি সারি বা কলাম যোগ করো। এবার কোনাকুনি যোগ করার চেষ্টা করো। তুমি কি ম্যাজিক নম্বরটি খুঁজে পেয়েছ?