চীনা সম্রাটের ম্যাজিক স্কয়ার

চার হাজার বছর আগের এক দিনের কথা। চীনের সম্রাট ইউ নদীতে একটি হলুদ কচ্ছপ খুঁজে পেয়েছিলেন। কচ্ছপটির পিঠে ৯টি বর্গক্ষেত্র আঁকা ছিল। প্রতিটি বর্গক্ষেত্রে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো মাত্র একবার লেখা। কিন্তু মজার ব্যাপার হলো, ওই বর্গের কোনাকুনি, ওপরে-নিচে, আড়াআড়ি যেভাবেই বলো না কেন, যোগফল হয় সব সময় ১৫। এটিই ছিল বিশ্বের প্রথম ম্যাজিক স্কয়ার বা ম্যাজিক বর্গ।

রোমাঞ্চকর যোগ

সম্রাট ইউর গল্প সত্য হোক বা মিথ্যা, তাঁর এই গল্প ম্যাজিক স্কয়ারের বিস্ময়কর বৈশিষ্ট্যের সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দিয়েছে। বাঁ দিকে যে বর্গটি দেখতে পাচ্ছ, তার প্রতিটি সারি বা কলাম যোগ করো। এবার কোনাকুনি যোগ করার চেষ্টা করো। তুমি কি ম্যাজিক নম্বরটি খুঁজে পেয়েছ?

জাদুর বর্গ

তুমি কী এই ম্যাজিক স্কয়ার পূরণ করতে পারবে? প্রতিটি সংখ্যা শুধু একবার ব্যবহার করো। প্রতিটি বর্গক্ষেত্রের নিচে ম্যাজিক নম্বর দেওয়া আছে।

সহজ (নম্বর ব্যবহার করতে পারবে: ১-৯ পর্যন্ত) ম্যাজিক নম্বর: ১৫
মোটামুটি (নম্বর ব্যবহার করতে পারবে: ১-১৬ পর্যন্ত) ম্যাজিক নম্বর: ৩৪

কঠিন

(নম্বর ব্যবহার করতে পারবে: ১-৩৬ পর্যন্ত)

ম্যাজিক নম্বর: ১১১

উত্তর

সহজ
মোটামুটি
কঠিন