কত ধরনের টিকিট লাগবে

আরাফাত করিম

ধরো, ঢাকা থেকে চট্টগ্রামের পথে ২৫টি রেলস্টেশন আছে। এই ২৫টি স্টেশন থেকেই যাত্রীরা তাঁদের পছন্দমতো যেকোনো ২৪টি স্টেশনের টিকিট কাটতে পারবেন। তাহলে বলো তো, এই ২৫টি স্টেশনের টিকিট বিক্রেতাকে সর্বনিম্ন কত ধরনের টিকিট রাখতে হবে?