সংখ্যা তিনটি কত

অলংকরণ: আরাফাত করিম

তুমি নিশ্চয়ই জানো, ২ + ২ = ২ × ২ = ৪। অর্থাৎ দুটি সংখ্যাকে যোগ করলে যে উত্তর পাওয়া যায়, গুণ করলেও তা-ই। এখন তুমি এমন তিনটি সংখ্যা বলতে পারো, যা যোগ বা গুণ করলে একই উত্তর হবে? মনে রাখতে হবে, সংখ্যা তিনটি পূর্ণ সংখ্যা এবং ভিন্ন হতে হবে।