ধরো, তুমি একটা রাস্তা ধরে হাঁটছ। কিছুদূরে যাওয়ার পর দেখলে, রাস্তাটি দুই দিকে চলে গেছে। একদিকে সত্য শহর (যেখানে সবাই সত্য কথা বলে) এবং অন্যদিকে মিথ্যা শহর (যেখানে সবাই মিথ্যা কথা বলে)। রাস্তার মাঝামাঝি একজন লোক দাঁড়িয়ে আছে। তুমি জানো না, সে কোন শহরের লোক। তুমি সত্য শহরে যেতে চাও। এখন লোকটিকে তুমি এমন কী প্রশ্ন করবে, যাতে বুঝতে পারবে সত্যের শহর কোন দিকে?