চালকের নাম কী

অলংকরণ: আরাফাত করিম

রফিক একটি বাসের ড্রাইভার। মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত তিনি বাস চালান। মিরপুর থেকে ১৫ যাত্রী নিয়ে শেওড়াপাড়ায় আসেন। সেখান থেকে ২ যাত্রী নেমে যান এবং ২ জন বাসে ওঠেন। ফার্মগেটে এসে আরও ৫ যাত্রী নেমে যান এবং বাসে ওঠেন ৭ জন। শাহবাগে এসে আরও ৪ যাত্রী বাসে ওঠেন। এবার বলো তো, বাসের চালকের নাম কী?