আমার বয়স তখন ৯ কি ১০ বছর। একদিন আব্বু গাছ থেকে অনেকগুলো ডাব নিয়ে এলেন। আমি তো খুব খুশি। বড় ভাইয়াকে বললাম, আমিও ডাব খাব। ভাইয়াকে অর্ডার দিয়ে টেবিলে এসে বসলাম, ওদিকে ভাইয়া ডাব কেটে ডাবের পানি নিজে খেয়ে ডাবের ভেতর খাওয়ার পানি ঢুকিয়ে আমাকে এনে দিল। আমিও সানন্দে খেতে শুরু করলাম। পানিগুলো কেমন জানি অন্য রকম খেতে লাগল। তারপর ভাইয়া দেখি আমার দিকে তাকিয়ে পেট ফাটানো হাসি হাসতে লাগল। আমার ঘটনা বুঝতে আর বাকি রইল না। এরপর থেকে ভাইয়ার দেওয়া জিনিস প্রথমে পরখ করে খাই।