কীভাবে নদী পার হবে

অলংকরণ: আরাফাত করিম
মোখলেসের ওজন ১০০ কেজি। তার সঙ্গে আছে ৫০ কেজি ওজনের এক ছেলে ও এক মেয়ে। তাদের একটি নদী পার হতে হবে। তাদের কাছে একটি নৌকা আছে। কিন্তু নৌকায় একসঙ্গে ১০০ কেজির বেশি বহন করা সম্ভব নয়। তাহলে তারা কীভাবে নদী পার হবে?

উত্তর

প্রথমে মোখলেসের ছেলে ও মেয়ে নদীর ওপারে যাবে। সেখান থেকে ছেলেটি নৌকা নিয়ে ফিরে আসবে। তারপর বাবা একা ওপারে যাবে। এরপর মেয়েটি নৌকা নিয়ে ফিরে আসবে। তারপর দুই ভাই–বোন একসঙ্গে ওপারে যাবে।