কেক কেটে বর্ষপূর্তি উদ্‌যাপন

১৫ অক্টোবর সকাল ১০টায় নোয়াখালীর প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় নোয়াখালী কিআ বুক ক্লাবের অক্টোবর মাসের সভা। পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু হয় এ মাসের সভা। অক্টোবর মাসেই ৯ বছর পূর্ণ করেছে কিআ। পরিচয়পর্ব শেষে কেক কেটে কিআর নবম বর্ষপূতি উদ্‌যাপন করে সভায় উপস্থিত বুক ক্লাবের সদস্যরা।

এ মাসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহফুজের রহমান। ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, নোয়াখালী প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ আরও অনেকে। কিশোর আলোর পাশাপাশি মাসিক বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তাও এ মাসের ১৫ তারিখে উদ্‌যাপন করেছে তাদের ষষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে বুক ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় সাহিত্যবিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা। কুইজ শেষে বিজয়ীদের হাতে উপহারস্বরূপ বিজ্ঞানচিন্তা ও অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা।

এরপর নিজেদের প্রিয় লেখক ও প্রিয় বই নিয়ে আলোচনা করে সদস্যরা। আলোচনা পর্বে সদস্যরা কিশোর আলোর অক্টোবর সংখ্যায় প্রকাশিত বিভিন্ন লেখা সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরে। সভার শেষ পর্যায়ে একটি কবিতা আবৃত্তি করে বুক ক্লাবের সদস্য মো. আরাফাত হোসেন। ক্লাবের সাবেক সহসমন্বয়ক আবতাহী হক পরিবেশন করে গান। সবশেষে বই আদান-প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘটে নোয়াখালী কিআ বুক ক্লাবের অক্টোবর মাসের সভার।