ক্লাস বানর, ওজন মাপা যন্ত্র এবং অন্যান্য

  • রাতুল ক্লাসের বাইরে তাকিয়ে আছে।
    টিচার: রাতুল, তুমি ক্লাসের বাইরে তাকিয়ে আছ কেন?
    রাতুল: বাইরে একটা বানর লাফালাফি করে খেলা দেখাচ্ছে।
    টিচার: আমি ক্লাসে থাকতে তুমি বানর দেখছ!

  • আবুল মিঞা ফলের দোকানদার। একদিন তাঁর দোকানে এলেন এক অদ্ভুত ক্রেতা।
    ক্রেতা: আমাকে এক কেজি আপেল দিন তো। প্রতিটা আপেল আলাদা আলাদা প্যাকেটে দেবেন।
    আবুল মিঞা তা-ই করলেন।
    ক্রেতা: হুম, এবার আমাকে এক কেজি আম দিন। এ ক্ষেত্রেও প্রতিটা আম ভিন্ন ভিন্ন ঠোঙায় দেবেন।
    আবুল মিঞা তা-ই করলেন। ক্রেতা তখন দেখছিলেন, আবুল মিঞার দোকানে আর কী কী আছে।
    আবুল চটজলদি দুই হাতে আঙুরগুলো আড়াল করে বললেন, ভাই, আমি আঙুর বিক্রি করি না!

  • ডাক্তারের কাছে গিয়ে শফিক দেখল, চেম্বারের দরজায় বড় করে লেখা আছে, প্রথমবার ৫০০ টাকা, এরপর ৩০০ টাকা। ২০০ টাকা বাঁচাতে সে মনে মনে একটা বুদ্ধি আঁটল।
    ডাক্তারের রুমে ঢুকেই বলল, ডাক্তার সাহেব আবার এলাম। আমার অসুখ তো ভালো হলো না।
    ডাক্তার ভ্রু কুঁচকে তাকালেন। মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। তারপর বললেন, আগে যে ওষুধগুলো দিয়েছিলাম, সেগুলোই চলবে। এবার ঝটপট ৩০০ টাকা দিন।

  • রোগী: ডাক্তার সাহেব, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘণ্টা আমার মাথা ব্যথা করে। সমাধান কী, বলুন তো?
    ডাক্তার: এক ঘণ্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন!

  • ওজন মাপা যন্ত্রের ওপর দাঁড়িয়ে বড় ভাই বলছে ছোট ভাইকে: দেখেছ, এটা একেবারেই ব্যথা দেয় না।
    ছোট ভাই: তাহলে মা এটার ওপর দাঁড়িয়েই অমন চিৎকার করে ওঠে কেন?