প্রাণের চেয়ে প্রিয়

আমার মায়ের নাম আলবিনা মুরমু। আমার মা খুব ভালো। মা আমাকে অনেক ভালোবাসে। আমি যখন কষ্ট পাই, মা আমাকে সান্ত্বনা দেয়, আদর করে। আমার দেখাশোনা করে। আমি অসুস্থ হলে আমার অনেক যত্ন করে মা। আমার সঙ্গে খুব মজা করে মা। আমাকে ভাত খাইয়ে দেয়। মা কষ্ট পেলে তখন আমিও কষ্ট পাই। আমি আমার মায়ের মতো হতে চাই। মা আমাকে পড়াশোনায় সাহায্য করে। আমাকে নাচ–গান শেখায়। ঘুরতে নিয়ে যায়। মাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি।