রোগী: ডাক্তার সাহেব, আমি কোথায় কী রাখি, তা শুধু ভুলে যাচ্ছি। সব সময় ভুলে যাই। এর চিকিৎসা কী?
ডাক্তার: আপনি এক কাজ করুন। কী কী ভুলে যান সব একটা কাগজে লিখে রাখুন। ভুলে গেলে কাগজটা দেখবেন, সব মনে পড়ে যাবে।
রোগী: সে রকম তো করেছিলাম। কাজ হয়নি।
ডাক্তার: সেকি! কেন?
রোগী: কাগজটা কোথায় রেখেছি তা-ও ভুলে গেছি!
অফিসে কাজে গাফিলতির কারণে বস বেশ রেগে আছেন সোহেলের ওপর। বস সোহেলকে ডেকে বললেন—
বস: সব কাজই নষ্ট করে ফেলেছ তুমি।
সোহেল কিছু না বলে মাথা নিচু করে রইল।
বস: এই অফিসে একটা গাধা আছে, তুমি জানো সেটা কে?
সোহেল নিচের দিকে তাকিয়ে রইল।
বস: নিচে কী দেখছ? আমার দিকে তাকাও।