বাড়ি বিক্রির বিজ্ঞাপন, গোলপোস্ট এবং অন্যান্য

অলংকরণ: মুগ্ধ
  • পত্রিকায় বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখলেন এক দম্পতি। তারা এলেন বাড়ি কিনতে। বাড়ির মালিক বললেন—
    মালিক: বাড়ি বিক্রি করব না।
    ক্রেতা: সে কী? তবে বিজ্ঞাপন দিয়েছিলেন কেন?
    মালিক: বিজ্ঞাপন আমি দিলেও, লিখেছে তো বিজ্ঞাপন কোম্পানির লোক।
    ক্রেতা: কিন্তু আপনার কথামতোই তো লিখেছে।
    মালিক: তা লিখেছে। কিন্তু এখন পড়ে মনে হচ্ছে, বাড়িটা সত্যিই লোভনীয়। তাই আমি ঠিক করেছি, বাড়িটা আর বিক্রি করব না।

অলংকরণ: মুগ্ধ
  • বাড়ির সামনে প্রতিবেশী বাচ্চাগুলোকে খেলতে দেখে রহমান সাহেব বললেন—
    রহমান সাহেব: বাচ্চারা, খেলছ ভালো কথা। কিন্তু আমার গাড়িতে যেন বল না লাগে।
    এক বাচ্চা: অবশ্যই আঙ্কেল, আপনার গাড়িটাই তো আমাদের গোলপোস্ট। আমরা গোল হতে দিলে তো!

  • রোগী: ডাক্তার সাহেব, আমি কোথায় কী রাখি, তা শুধু ভুলে যাচ্ছি। সব সময় ভুলে যাই। এর চিকিৎসা কী?
    ডাক্তার: আপনি এক কাজ করুন। কী কী ভুলে যান সব একটা কাগজে লিখে রাখুন। ভুলে গেলে কাগজটা দেখবেন, সব মনে পড়ে যাবে।
    রোগী: সে রকম তো করেছিলাম। কাজ হয়নি।
    ডাক্তার: সেকি! কেন?
    রোগী: কাগজটা কোথায় রেখেছি তা-ও ভুলে গেছি!

অলংকরণ: মুগ্ধ
  • অফিসে কাজে গাফিলতির কারণে বস বেশ রেগে আছেন সোহেলের ওপর। বস সোহেলকে ডেকে বললেন—
    বস: সব কাজই নষ্ট করে ফেলেছ তুমি।
    সোহেল কিছু না বলে মাথা নিচু করে রইল।
    বস: এই অফিসে একটা গাধা আছে, তুমি জানো সেটা কে?
    সোহেল নিচের দিকে তাকিয়ে রইল।
    বস: নিচে কী দেখছ? আমার দিকে তাকাও।