নাবিলের চাচা একটি প্রতিষ্ঠিত কোম্পানির বেশ বড় একটি পদে আছেন। নাবিল একদিন তাকে জিজ্ঞেস করল, ‘চাচা, আপনি তো অনেক ইন্টারভিউ নেন। সেখানে কী ধরনের প্রশ্ন করেন?’ চাচা বললেন, ‘অনেক ধরনের প্রশ্নই তো করি। তবে একটা মজার প্রশ্ন সব সময়ই করি।’ সে প্রশ্নটা ছিল এমন, ধরুন, আপনি একটা বেশ বড় হোটেলে এসেছেন। সেখানে একটা বাথটাব (গোসল করার জন্য পানি ধারণের চৌবাচ্চা) আছে। সেখানে পানি যাওয়ার রাস্তায় একটা বাল্ব আটকিয়ে পানি ধরে রাখা আছে। পানির পরিমাণ ৮০০ লিটার। আপনাকে একটা চা চামচ দেওয়া হলো, একটা ছোট বাটি দেওয়া হলো এবং দেওয়া হলো একটা ১২ লিটারের বালতি। এই চৌবাচ্চার পানি খালি করতে আপনি কোনটি ব্যবহার করবেন?
উত্তর
বাল্ব খুলে দিতে হবে।