এই কৌশল অবলম্বন করে তুমি প্রশ্ন বলার আগেই সমাধান লিখে রাখতে পারো। কারণ, সমাধান সব সময় একই নিয়মে হবে।

ধাপ ১

জাদুটি দেখাতে তোমার দুজন বন্ধুর সাহায্য লাগবে। প্রথমে এখন যে সাল, সেটাকে ২ দিয়ে গুণ করে একটি কাগজে লিখে রাখো। যেমন ২০২৩ × ২ = ৪০৪৬। এরপর কাগজটি ভাঁজ করে এক বন্ধুর হাতে ধরিয়ে দাও।

ধাপ ২

  • এবার দ্বিতীয় বন্ধুকে বলো তোমাকে না দেখিয়ে কাগজে একটি ঐতিহাসিক সাল লিখতে। তার সঙ্গে যোগ করতে বলবে তার বয়স। যেমন ১৯৭১ + ২৬ = ১৯৯৭।

  • এবার কাগজে তার জন্মসাল লিখতে বলো। সঙ্গে সেই ঐতিহাসিক সাল থেকে এ পর্যন্ত যত বছর হয়েছে, তা যোগ করতে হবে। যেমন ১৯৯৭ + ৫২ = ২০৪৯। ১৯৭১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫২ বছর।

  • এবার বন্ধুকে বলো ওপরের দুটি যোগফল আবার যোগ করতে। অর্থাৎ, ১৯৯৭ + ২০৪৯ = ৪০৪৬।

ধাপ ৩

এবার প্রথম বন্ধুর হাত থেকে কাগজ নিয়ে দ্বিতীয় বন্ধুকে দেখাও যে তুমি আগের থেকেই অনুমান করে সংখ্যাটা লিখে রেখেছ। দেখবে, তোমার বন্ধুরা চোখ বড় বড় করে তোমার দিকে তাকিয়ে আছে।