গিয়ার বিভ্রাট

মনে করো, একটা গিয়ারের সঙ্গে দুটো গিয়ার সংযুক্ত। আবার তিন নম্বর স্তরে ওই গিয়ারগুলোর প্রতিটার সঙ্গে আরও একটি করে গিয়ার সংযুক্ত। চার নম্বর স্তরে ওই গিয়ারগুলোর সঙ্গে আবার দুটো করে। পাঁচ নম্বর স্তরে আবার একটি করে। এভাবে ধরে নাও, অনেক অনেক গিয়ার আছে। প্রশ্ন হচ্ছে, একদম প্রথম স্তরের ওই সবেধন নীলমণি একাকী গিয়ার যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে ১০০ নম্বর গিয়ার কোন দিকে ঘুরবে? এবং কেন?

উত্তর

ঘড়ির কাঁটার দিকে।