নীলক্ষেত, ৩০ দিনে ডাক্তার হউন এবং অন্যান্য

অলংকরণ: শিখা
  • এক মার্কিন ডাক্তারের বাংলাদেশের নীলক্ষেতে একটা বইয়ের নাম দেখে হার্ট অ্যাটাক হয়ে গেল। চিন্তা করেন তো বইয়ের নাম কী ছিল?
    বইয়ের নাম ছিল, মাত্র ৩০ দিনে ডাক্তার হউন।

  • আজিজ মিঞার কারখানায় আগুন লেগেছে। জলদি আগুন নেভাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। আজিজ খবর দিলেন দমকলকর্মীদের। চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দুপাশের দোকানগুলো ভেঙে, সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে সোজা অগ্নিকুণ্ডের স্থলে গিয়ে থামল গাড়ি! প্রচণ্ড ঝাঁকি খেয়ে গাড়ির পেছনে রাখা পানির টাংকিটা ছিটকে গিয়ে পড়ল আগুনে। ব্যস, নিভল আগুন। দমকলকর্মীদের তৎপরতা দেখে ভীষণ খুশি আজিজ। তিনি দমকল বাহিনীর প্রধানের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দিলেন। জিজ্ঞেস করলেন, ‘এই টাকা আপনারা কীভাবে খরচ করবেন বলে ঠিক করেছেন?’ দমকল বাহিনীর জবাব দিল, প্রথমেই আমাদের গাড়ির ব্রেকটা ঠিক করাব!

  • পথে এক পুলিশের কাছে গিয়ে বলল এক লোক: আমার ঘড়ি চুরি হয়ে গেছে।
    পুলিশ: এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা।

  • কোন দেশের পুলিশের দক্ষতা কেমন তা নিয়ে কয়েক দেশের পুলিশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
    জাপানি পুলিশ: যেকোনো ঘটনা কে ঘটিয়েছে সেটা জানতে আমাদের ৭২ ঘণ্টা সময় লাগে।
    ব্রিটিশ পুলিশ: আরে দূর, আমরা দুনিয়ার সেরা পুলিশ। অন্যায়কারীকে চিনতে আমাদের সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগে।
    মার্কিন পুলিশ: আমরাও ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো ক্রিমিনালকে পাকড়াও করতে পারি।
    বাংলাদেশের পুলিশ: আমাদের না জানিয়ে কোনো ঘটনাই ঘটে না।

  • ভূমিকম্পের খুব জ্বর। জ্বরে রীতিমতো কাঁপছে সে। এমন সময় ঝড় এসে তাকে বলল—
    এভাবে কাঁপছ কেন? তোমার কাঁপুনিতে পৃথিবীতে কী হচ্ছে সে খেয়াল আছে!
    ভূমিকম্প: আমি তো এক জায়গায় দাঁড়িয়ে কাঁপি। তোমার মতো সারাক্ষণ ঘুরে ঘুরে মানুষকে ডিস্টার্ব করি না।