কোহলিকে নিয়ে ক্রিকেটভক্তের ভবিষ্যদ্বাণী, মিলে গেল মৃত্যুর পর

বিরাট কোহলিকে নিয়ে শিজু বালানন্দনের দেওয়া সেই পোস্ট

২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক ভারত ৭০ রানের জয় পেয়েছে। এ দিন রেকর্ড ভাঙা পারফরমেন্স করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ভারত চলে গেছে স্বপ্নের ফাইনালে। 

কোহলির রেকর্ডের পরেই জানা গেল এক হৃদয়বিদারক ঘটনা। ১১ বছর আগে, ২০১২ সালের ১২ জুলাই এক ক্রিকেটভক্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘কোহলি ভেঙে দেবে শচীন টেন্ডুলকারের ওডিআই সেঞ্চুরির রেকর্ড।’ পোস্টটি করেছিলেন শিজু বালানন্দন নামে কেরালার এক ক্রিকেটভক্ত। তবে দুঃখের ব্যাপার হলো, এই রেকর্ড দেখার জন্য আজ তিনি বেঁচে নেই।

শিজু বালানন্দন
শিজু বালানন্দনের ফেসবুক থেকে

২০১২ সালে বালানন্দনের পোস্টের নিচে একজন মন্তব্য করেছিলেন, ‘বিরাট এখন যে ফর্মে আছে, এ রকম ধারাবাহিক ফর্ম ধরে রাখা সহজ নয়। এ জন্য আরও ২ বছর দেখতে হবে।’ 

বালানন্দন সেই মন্তব্যের উত্তর দিয়ে লিখেছিলান, ‘সত্যিই এটা সহজ নয়। কিন্তু কোহলি এটা করে দেখাবেন।’ 

এরপর সময় চলেছে সময়ের নিয়মে। কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন একের পর এক সেঞ্চুরি। আর বালানন্দন তাঁর সেই পোস্টের নিচে কোহলির একেকটি সেঞ্চুরি যোগ করে রেখেছেন। তিনি বিশ্বাস করেছিলেন, কোহলি একদিন ঠিকই শচীনের রেকর্ড ভেঙে দেবেন। 

২০১৮ সালে বালানন্দন মারা যান। কিন্তু তাঁর বন্ধুরা তাঁর মতো করেই সেই পোস্টের নিচে কোহলির সেঞ্চুরির সংখ্যা আপডেট করতে থাকে। অবশেষে ১৫ নভেম্বর বালানন্দনের সেই আশা পূরণ হয়েছে। 

এক ফ্রেমে দুই কিংবদন্তি—শচীন টেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলি
ছবি: শচীন টেন্ডুলকারের টুইট থেকে

বালানন্দন এমন এক সময় এই ভবিষ্যদ্বাণী করেছিলেন, যখন কোহলি এতটা জনপ্রিয় ছিলেন না। কিন্তু কোহলির ওপর বিশ্বাস ছিল এই ক্রিকেটভক্তের। তিনি আজ না থাকলেও তাঁর সেই ১১ বছরের পুরানো পোস্টের কারণে লাখো মানুষ তাঁকে আজ স্মরণ করছে। 

কোহলি শচীনের রেকর্ড ভেঙেছেন, একমাত্র ব্যক্তি হিসেবে একদিনের ক্রিকেটে করেছেন ৫০তম সেঞ্চুরি। এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯১ ম্যাচ খেলে কোহলি ৫৮ দশমিক ৪৪ গড়ে করেছেন ১৩ হাজার ৭৯৪ রান। ৫০টি শতকের পাশাপাশি আছে ৭১টি অর্ধশতকও। 

অন্যদিকে ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৪ দশমিক ৮৩ গড়ে শচীন রান করেছেন ১৮ হাজার ৪২৬। ৪৯ শতকের পাশাপাশি এই কিংবদন্তী ক্রিকেটার করেছিলেন ৯৬টি অর্ধশতক।