বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

প্রথমবারের মতো একদিনের ক্রিকেটে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য এটা একটি ঐতিহাসিক জয়ই বটে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ঘরের মাটিতে ৪০ রানে হারিয়েছে ভারতকে।

রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার শারমিন আক্তার এবং মুর্শিদা খাতুনের পার্টনারশিপ ৪৫ বলে ১৪। ১৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শারমিন। রান আউট হয়ে ফিরেছেন সাজঘরে। তাঁর এই ফেরায় হয়তো চাপ পড়ে অন্য ওপেনার মুর্শিদা খাতুন। পরের ওভারেই হারমনপ্রীতের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। ফলাফল, প্রথম ১০ ওভারে বাংলাদেশের রান ১৪। উইকেট নেই দুটি।

এরপর মাঠে আসেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। দুজন মিলে ৭৪ বলে গড়ে তোলেন ৪৯ রানের জুটি। ২১ ওভারের মাথায় ২৭ রান করে আউট হন ফারজানা হক। একপাশ আগলে রাখেন অধিনায়ক নিগার সুলতানা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করে আউট হন তিনি। বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা নেমে আসে ৪৪ ওভারে। নিগার সুলতানা আউট হওয়ার পর যাওয়া আসার মধ্যেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৪৩ ওভার খেলে বাংলাদেশের মেয়েরা স্কোরবোর্ডে তোলেন ১৫২ রান।

ভারতের হয়ে অভিষেক হওয়া মিডিয়াম পেসার আমারজত কৌর নেন ৪ উইকেট। লেগ স্পিনার দেবিকা বৈদ্য ২ উইকেট এবং দিপ্তী শর্মা নেন এক উইকেট।

১৫৪ রান তাড়া করতে নেমে ভারতের কোনো ব্যাটারই মাঠে থিতু হতে পারেননি। বাংলাদেশের মিডিয়াম পেসার মারুফা আক্তারের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের ব্যাটিং লাইন আপ। নিয়মিত উইকেট তুলতে থাকেন বাংলাদেশের মেয়েরা। ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রিয়া পুনিয়া দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এ সময় অভিজ্ঞ হারমনপ্রীত কৌর ও জেমিমা রদ্রিগেজও থিতু হতে পারেননি। স্পিনে কিছুটা দূর্বল কৌর ৫ রান করে আউট হয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের ঘূর্নিতে। আরেক স্পিনার রাবেয়ার খাতুনের শিকার হন জেমিমা। এরপর ভারতকে আশার আলো দেখান দীপ্তি শর্মা ও আমানজত কৌর। দুজনে ষষ্ঠ উইকেটে গড়েন ৩০ রানের জুটি। কিন্তু শেষ পর্যন্ত ভারতকে হতাশার সাগরে ডোবান রাবেয়াই। ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রান করা দীপ্তিকেও ফিরিয়েছেন তিনি। সেখান থেকে আর ঘুরে দাড়াতে পারেনি ভারত।

সংবাদ সম্মেলনে এসে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেছেন, ‘আমরা অন্তত ২০ রান অতিরিক্ত দিয়েছি। বোলিংয়ে আমরা ভালো করতে পারেনি। অবশ্য ব্যাটিংয়েও কেউ দায়িত্ব নিয়ে খেলেনি। লেগ স্পিনারদের বিপক্ষে আমরা দূর্বল নই। কিন্তু বাংলাদেশ লেগ স্পিনে সত্যিই ভালো করেছে। স্ট্রাইক রোটেটের দিকে নজর দিলে হয়ত পরের ম্যাচের চিত্র অন্য রকম হতে পারে।’

১৩ জুলাই বৃহস্পতিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের পর বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ‘এই জয় আমাদের ওয়ানডেতে অনুপ্রেরণা দেবে।’ হয়তো টি-টোয়েন্টিতে জিতে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন নারী ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে জয় তারই প্রমাণ।

১৯ জুলাই বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিকরা। সেখানে মারুফা, রাবেয়া কিংবা নিগার সুলতানারা জ্বলে উঠতে পারলে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করতে পারে বাংলাদেশ।

উল্লেখ্য ওয়ানডেতে ষষ্ঠবারের দেখায় ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। পুরুষদের লেগেছিল ১২ ম্যাচ। গত বছর বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারানোর পরে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।