উরুগুয়ের জার্সিতে কেন চার তারকা

ব্রাজিলের ‘পাঁচ স্টার’ বনাম আর্জেন্টিনার ‘তিন স্টার’ নিয়ে কত তর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে! তোমরা তো জানোই, ফুটবলারদের জার্সিতে এক বা একাধিক ‘তারকা’ খোদাই করা থাকে। সাধারণত লোগোর ওপরে এই তারকাগুলো এঁকে দেওয়া হয়। এই তারকার মাধ্যমে মূলত বোঝানো হয়, বিশ্বকাপ জয়কে। যে দেশ যতগুলো বিশ্বকাপ জিতেছে, সেই দেশের জার্সিতে থাকে ততগুলো তারকা। পাঁচবার বিশ্বকাপ জেতায় ব্রাজিলের জার্সিতে আছে পাঁচটা তারকা। চারবার করে বিশ্বকাপ জেতা জার্মানি আর ইতালির জার্সিতে আঁকা চারটি তারকা। এত দিন দুটি তারকা থাকলেও কাতার বিশ্বকাপ জয়ের ফলে আর্জেন্টিনার বিশ্বকাপসংখ্যা এখন তিনটি। এর ফলে এর পর থেকে আর্জেন্টিনা যখনই খেলতে নামবে, তাদের জার্সিতে তোমরা তিনটি তারকা দেখতে পাবে।

বিশ্বকাপজয়ী যে দলগুলো কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল, তাদের জার্সিতে থাকা তারকাগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ করেছ। উরুগুয়ের জার্সিতে কয়টি তারকা আঁকা আছে, খেয়াল করেছিলে?

মনে করে দেখো, উরুগুয়ের জার্সিতে আঁকা আছে চারটি তারকা। এর অর্থ দাঁড়ায়, উরুগুয়ে বিশ্বকাপ জিতেছে চারবার। কিন্তু ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে দুবার শিরোপা নিজেদের ঘরে তুলতে পেরেছে তারা। তাহলে জার্সিতে কেন চারটি তারকা?

বিশ্বকাপ ফুটবল ১৯৩০ সালে শুরু হলেও অলিম্পিক শুরু হয় ১৮৯৬ সালে। আর অলিম্পিকে প্রথম দলগত খেলা হিসেবে ফুটবলের অন্তর্ভুক্তি ঘটে ১৯০০ সালে। ১৯০০ আর ১৯০৪ অলিম্পিকে শুধু প্রদর্শনী ম্যাচ হিসেবে ফুটবলকে জায়গা দিয়েছিল অলিম্পিক কর্তৃপক্ষ। এর পরের অলিম্পিকগুলো থেকে প্রতিযোগিতামূলকভাবে শুরু হয় ফুটবল। তখন পর্যন্ত ‘ফুটবল বিশ্বকাপ’ শুরু করতে পারেনি ফিফা। অলিম্পিকের সঙ্গেও ফিফার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ১৯২৪ অলিম্পিক গেমস আয়োজনের আগে অলিম্পিক কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতায় আসে ফিফা, যার মাধ্যমে ১৯২৪ আর ১৯২৮ অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে থাকে ফিফা। ১৯৩০ সাল থেকে ফিফা আলাদাভাবে ফুটবল বিশ্বকাপ শুরু করায় এর পরের অলিম্পিকগুলোর সঙ্গে ফিফার সম্পৃক্ততা থাকে না।

বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর ১৯৩০ আর ১৯৫০ বিশ্বকাপের শিরোপা জয় করে উরুগুয়ে। সে হিসেবে জার্সিতে দুটি তারকা থাকার কথা থাকলেও এখানে একটা কিন্তু রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে যে দুটি অলিম্পিক গেমসের ফুটবলে ফিফা তদারকি করেছে, সেই দুইবারই স্বর্ণ জিতেছে উরুগুয়ে। আর অলিম্পিকের ওই দুই ফুটবল টুর্নামেন্টকে ফিফা বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসেবে স্বীকৃতি দেওয়ায় উরুগুয়ে তাদের জার্সিতে চারটি তারকা ব্যবহার করে। অর্থাৎ নিজেদেরকে চারটি বিশ্বকাপ জয়ী হিসেবেই পরিচয় দেয় দক্ষিণ আমেরিকার এই দল।

তবে কিছুদিন আগে এ নিয়ে বাদ সেধেছিল খোদ ফিফাই। বিশ্বকাপের জন্য দলগুলো যে জার্সি বানায়, মাঠে সেগুলো পরে নামার আগে দেখিয়ে নিতে হয় ফিফাকে। উরুগুয়ের জার্সি নির্মাতা প্রতিষ্ঠান পুমা কাতার বিশ্বকাপের জন্য যখন উরুগুয়ের জার্সি বানিয়ে ফিফাকে দেখায়, জার্সিতে চার তারকা দেখে বেঁকে বসে ফিফা। উরুগুয়ের ফুটবল ফেডারেশনকে দুটি তারকা নিয়ে জার্সি বানাতে বলে ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ। ব্যাপারটা সহজে মেনে নেয়নি উরুগুয়েও। ফিফার সঙ্গে এ নিয়ে বেশ বাগ্‌বিতণ্ডাও হয় তাদের। শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় ফিফা। এর ফলে কাতার বিশ্বকাপে উরুগুয়ে আসে জার্সিতে চার তারকা নিয়েই।

এর ফলে বাকি সবার মেনে নিতে কষ্ট হলেও নিজেদেরকে চারবারের বিশ্বকাপজয়ী হিসেবেই পরিচয় দেয় উরুগুয়ে। এ জন্যই তাদের জার্সিতে আছে চারটি তারকা।