পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল রোনালদোর বড় ছেলে

বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে প্রথমবারের মতো জায়গা পেল পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলে। তার নাম ক্রিস্টিয়ানো দস সান্তোস। কিন্তু রোনালদো জুনিয়র নামে বেশি পরিচিত ১৪ বছর বয়সী এই ফুটবলার।

রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের যুবাদের লিগে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন। একই ক্লাবের বড়দের লিগে খেলেন তার বাবা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ সাল থেকে আল নাসরের হয়ে খেলছেন তিনি।

সম্প্রতি নিজের ছেলের নাম জাতীয় দলের তালিকায় দেখে তিনি খুবই উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত।’

রোনালদো জুনিয়রকে ডাকা হয়েছে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্য। আগামী ১৩-১৮ মে ক্রোয়েশিয়ায় আয়োজিত হবে টুর্নামেন্ট। সেখানে পর্তুগাল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে।

রোনালদো জুনিয়রের ফুটবল–জীবন চলছে তার বাবার ক্যারিয়ারের পথ ধরে। খেলেছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও আল নাসরের যুব দলে। জুভেন্টাসে খেলার সময় এক মৌসুমে তার ৫৮টি গোল করার খবরও ছড়িয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় রোনালদো জুনিয়র খেলেছে ওয়েইন রুনির ছেলে কাই রুনির সঙ্গেও। কিছুদিন আগে আল নাসরের হয়ে খেলতে গিয়ে বাবার বিখ্যাত ‘সিউ’ সেলিব্রেশন করেছিল সে। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে রোনালদোপুত্র এখন পর্তুগালের হয়ে অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেও আরও চারটি দেশের হয়ে খেলার সম্ভাবনা আছে তার। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক সে, তাই চাইলে খেলতে পারবে যুক্তরাষ্ট্রের হয়েও। আর দীর্ঘদিন স্পেন ও ইংল্যান্ডে থাকার সুবাদে এই দুই দেশের হয়েও খেলতে পারবে। পাশাপাশি তার নানাবাড়ি কেপ ভার্দে, চাইলে খেলতে পারবে আফ্রিকান দ্বীপ কেপ ভার্দের হয়েও। কিন্তু সে হয়তো শেষ পর্যন্ত বাবার মতো জন্মভূমি পর্তুগালের হয়েই খেলবে।

বাবা রোনালদো এখনো পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলছেন। তাঁর বয়স ৪০ হলেও এখনো ফর্মে আছেন। এখন পর্যন্ত ১৩৬টি আন্তর্জাতিক গোল করেছেন তিনি, যা পুরুষদের ফুটবলে বিশ্ব রেকর্ড। তিনি ২০১৬ ইউরো কাপ জিতেছিলেন। এরপর ২০১৯ সালে পর্তুগালকে জিতিয়েছেন নেশনস লিগও। রোনালদোর আরও চারটি সন্তান রয়েছে। জমজ সন্তান এভা ও মাতেওর বয়স সাত বছর, আলানা মার্তিনার বয়সও সাত বছর। আর ছোট মেয়ে বেলার বয়স তিন বছর।

সূত্র: বিবিসি ও ফক্স স্পোর্টস

আরও পড়ুন