বাংলাদেশের নাহিদা যে কারণে আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন

নভেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারছবি: আইসিসি

নভেম্বরে আইসিসির সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি এ স্বীকৃতি অর্জন করলেন। এই স্বীকৃতি পেতে তিনি পেছনে ফেলেছেন তাঁরই সতীর্থ ফারজানা হক ও পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবালকে।

পুরস্কার পেয়ে নাহিদা আক্তার বলেন, ‘এটা মনে রাখার মতো একটা মুহূর্ত। এমন মর্যাদাপূর্ণ ক্রিকেট বিশেষজ্ঞদের নিয়ে গড়া প্যানেল থেকে স্বীকৃতি পাওয়া বেশ তাৎপর্যপূর্ণ। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আমার জন্য প্রেরণা ও উৎসাহের উৎস হয়ে থাকবে।’

নাহিদা আরও বলেন, ‘আমরা সম্প্রতি কয়েক মাসে কিছু অসাধারণ ক্রিকেটারদের নিয়ে খেলেছি। দল হিসেবে সাফল্য পেয়ে আমি দারুণ খুশি। আমার ওপর আস্থা রাখার জন্য অধিনায়ক, কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাই। তাঁদের আস্থাই আমাকে চাপের মুখে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে।’

নাহিদা আক্তার কেন সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হলেন? নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে ৩ ম্যাচে ১৪.১৪ গড়ে ৭টি উইকেট নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

প্রথম ম্যাচে নাহিদা নেন ৩ উইকেট। পরের ম্যাচে ৪৩ রানে ১ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ম্যাচটা টাই হলে অধিনায়ক সুপার ওভারে বল তুলে দেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের হাতেই। সেখানে ৭ রান দিয়ে তুলে নেন আরও দুটি উইকেট। ওই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হন তিনি।

এ ছাড়া পুরুষদের মধ্যে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ট্রাভিস হেড। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের মোহাম্মদ শামিকে।