ক্রিকেট–ভক্তের পাগলামো
ক্রিকেট হোক কিংবা ফুটবল, দর্শকসারি থেকে দৌড়ে এসে খেলোয়াড়দের জড়িয়ে ধরা নতুন কিছু নয়। তবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে এবার একটু ভিন্ন কিছুই হলো। আফগানিস্তানের মাথায় দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রানের বোঝা। ২৪ ওভারে মাত্র ১০১ রানে ২ উইকেট হারিয়ে তখন ভীষণ চিন্তিত আফগানরা। এমন সময় ঘটল ভুতুড়ে এক কাণ্ড! দর্শকসারি থেকে এক পাগলাটে ভক্ত ছুটে আসে ২২ গজের পিচে। বলা নেই কওয়া নেই, এসেই স্টাম্পের বেল ফেলে দিয়ে আবার ছুট দেয় গ্যালারির দিকে। শুধু স্টাম্পের বেল ফেলে দিতে দর্শকসারি থেকে এর আগে কখনো কেউ এভাবে দৌড়ে আসেনি। পরে অবশ্য এর জন্য জরিমানাও গুনতে হয়েছে ভদ্রলোককে।
বেল পড়ে না কেন?
বোলাররা অভিযোগ তুলতেই পারেন, কী এক জিং বেল নিয়ে এল আইসিসি, পড়েই না! বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার এমন ঘটেছে যে বল স্টাম্পে লেগেছে, কিন্তু বেল পড়েনি। স্টাম্পে বল লাগিয়েও উইকেট পাননি বোলার। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এভাবে ভাগ্যের ফেরে বেঁচে গেলেন, তার এক দিন পর শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে। এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, বাংলাদেশের সাইফউদ্দিন, আর সর্বশেষ স্টাম্প বাঁচাল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।