বিশ্বকাপ যখন অদ্ভুত!

এ বছরের অক্টোবরে আসছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে চলো ফিরে দেখা যাক সর্বশেষ বিশ্বকাপ। ইংল্যান্ড বিশ্বকাপের অদ্ভুত সব ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক।

জেসন রয়ের আক্ষেপ

জেসন রয় তখন এক রানের জন্য ছুটছিলেন নন–স্ট্রাইকিং প্রান্তে, তবে নজরটা বল থেকে সরাননি। অন্য কেউ হলেও হয়তো বল থেকে চোখ সরাতেন  না, সেঞ্চুরি  থেকে যে দূরত্বটা কেবল এক রানের। সর্বোচ্চ সতর্ক তো থাকবেনই। তবে এতেই সর্বনাশ হলো। নন–স্ট্রাইকিং প্রান্তে পৌঁছে সামনে না তাকিয়েই শূন্যে লাফ দিতে যাওয়া ইংলিশ এই ব্যাটসম্যানের সংঘর্ষ আম্পায়ার জোয়েল উইলসনের সঙ্গে। জেসন রয়ের এমন ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন উইলসন। পরে অবশ্য নিজেই টেনে তুলেছেন আম্পায়ারকে। দু-বাহু বাড়িয়ে আলিঙ্গনও করলেন। তেমন ব্যথা পাননি উইলসন। তবে জেসন রয়ের একটা আক্ষেপ রয়েই গেল, বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটা যে আর উদ্‌যাপন করা হলো না!

বিরাট কোহলির বোকামো

ভারতের ইনিংসের ৪৮তম ওভারের চতুর্থ বলের ঘটনা। মোহাম্মদ আমিরের মাথা তাক করা বলে সজোরে ব্যাট চালিয়েও নাগাল পেলেন না বিরাট কোহলি। পাকিস্তানিরা আউটের আবেদন করলেও আম্পায়ার শুরুতে আউট দেননি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরলেন কোহলি। নিজেই চলে যাওয়ায় সবার মনে হয়েছিল, বল ব্যাটে লেগেছে বিধায় নিজেই ‘ওয়াক’ করেছেন ভারত অধিনায়ক। এমন ঘটনা তো বেশ কয়েকবারই দেখেছে ক্রিকেট। তবে টিভি পর্দায় রিপ্লে দেখানোর পরই খটকার শুরু। রিপ্লেতে স্পষ্ট দেখা গেল, ব্যাটের সঙ্গে বলের কোনো সংযোগই ঘটেনি। বরং কোহলির ব্যাটের অনেকটা ওপর দিয়েই গেছে বল। স্নিকোমিটারও নিশ্চিত করেছে, বল কোহলির ব্যাটে লাগেনি। তাহলে কেন ড্রেসিংরুমের পথ ধরেছিলেন বিরাট কোহলি?

ক্রিকেট–ভক্তের পাগলামো

ক্রিকেট হোক কিংবা ফুটবল, দর্শকসারি থেকে দৌড়ে এসে খেলোয়াড়দের জড়িয়ে ধরা নতুন কিছু নয়। তবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে এবার একটু ভিন্ন কিছুই হলো। আফগানিস্তানের মাথায় দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রানের বোঝা। ২৪ ওভারে মাত্র ১০১ রানে ২ উইকেট হারিয়ে তখন ভীষণ চিন্তিত আফগানরা। এমন সময় ঘটল ভুতুড়ে এক কাণ্ড! দর্শকসারি থেকে এক পাগলাটে ভক্ত ছুটে আসে ২২ গজের পিচে। বলা নেই কওয়া নেই, এসেই স্টাম্পের বেল ফেলে দিয়ে আবার ছুট দেয় গ্যালারির দিকে। শুধু স্টাম্পের বেল ফেলে দিতে দর্শকসারি থেকে এর আগে কখনো কেউ এভাবে দৌড়ে আসেনি। পরে অবশ্য এর জন্য জরিমানাও গুনতে হয়েছে ভদ্রলোককে।

বেল পড়ে না কেন?

বোলাররা অভিযোগ তুলতেই পারেন, কী এক জিং বেল নিয়ে এল আইসিসি, পড়েই না! বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার এমন ঘটেছে যে বল স্টাম্পে লেগেছে, কিন্তু বেল পড়েনি। স্টাম্পে বল লাগিয়েও উইকেট পাননি বোলার। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এভাবে ভাগ্যের ফেরে বেঁচে গেলেন, তার এক দিন পর শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে। এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, বাংলাদেশের সাইফউদ্দিন, আর সর্বশেষ স্টাম্প বাঁচাল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।