হেলিকপ্টার থেকে সরাসরি মাঠে নামবেন ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার হেলিকপ্টারে চড়ে মাঠে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেনএক্স

সম্প্রতি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি। এখন খেলবেন অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ। ১২ জানুয়ারি সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে ওয়ার্নারের সিডনি থান্ডার। সেই ম্যাচ খেলতেই হেলিকপ্টারে চড়ে মাঠে আসবেন তিনি।

হয়তো ভাবছ, হঠাৎ হেলিকপ্টারে চড়ে কেন মাঠে আসতে হবে ওয়ার্নারকে। কারণ ওই দিন সিডনি হান্টার ভ্যালিতে ডেভিড ওয়ার্নারের ভাইয়ের বিয়ে। বিয়ের অনুষ্ঠান থেকে তিনি সরাসরি চলে আসবেন মাঠে। দ্রুত সময়ের মধ্যে যাতে মাঠে এসে খেলায় অংশগ্রহণ করতে পারেন, তাই এই অভিনব ব্যবস্থা। কারণ, বিয়ের অনুষ্ঠান থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দূরত্ব প্রায় ২২৫ কিলোমিটার।

অবশ্য শুরুতে পরিকল্পনা ছিল, সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পাশে আলিয়াঞ্জ স্টেডিয়ামে নামবেন ওয়ার্নার। কিন্তু পরে মত বদলেছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, বিদায়ী টেস্টে যেখানে ‘থ্যাংকস ডেভ’ লেখা লোগোটি আঁকা হয়েছিল, সেখানেই নামবেন তিনি। স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচটায় মাঠে পৌঁছানোর কথা ওয়ার্নারের।

ডেভিড ওয়ার্নার
সিএ

ওয়ার্নারের সতীর্থ সিডনি থান্ডারের পেসার গুরিন্দর সান্ধু বলেন, ‘তিনি সব সময় আমাদের সঙ্গে খেলার চেষ্টা করেন। আমরাও তাঁকে দলে পেতে চাই। গত বছর তিনি আমাদের সঙ্গে ছিল। হয়তো পর্যাপ্ত রান পাননি, কিন্তু তাঁর উপস্থিতি আমাদের ভরসা দেয়। তিনি দলের অন্যতম সেরা খেলোয়াড়।’

এখন পর্যন্ত সিডনি থান্ডারের হয়ে ৯ ম্যাচে ৩৫.৮৬ গড়ে ২৫১ রান করেছেন ওয়ার্নার। এর মধ্যে রয়েছে একটা সেঞ্চুরি ও একটা হাফ সেঞ্চুরি।